আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০৬:৫৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০৬:৫৬:৫২ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে আদিবাসীদের মাঝে এমপি মিতার শীতবস্ত্র বিতরণ 



নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অসহায় শীতার্ত আদিবাসী জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আদিবা আনজুম মিতা।


বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি গোদাগাড়ী উপজেলার মোহনপুর,পাকড়ী,গোদাগাড়ী ও রিশিকুল ইউনিয়নে ঘুরে কয়েকশো আদিবাসী শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ।


 এমপি আদিবা আনজুম মিতা বলেন, আমি সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সুবিধা বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছি,আমার নিজ উদ্যোগে এসব এলাকায় প্রতিবছর এই মানুষগুলোর জন্য উপহার নিয়ে আসি এবারও এসেছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসীসহ সবাইকে উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে বদ্ধপরিকর।


তিনি দুঃস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবানও জানান। এসময় তানোর-গোদাগাড়ী আসনে নৌকাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708