আপলোড সময় : ২৫-০১-২০২৪ ১২:১৮:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৪ ১২:১৮:৪২ পূর্বাহ্ন

বিপিএলে ম্যাচসেরার পুরস্কৃত অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীকে দিলেন এনামুল হক





বিপিএল: খুলনা টাইগার্স এর হয়ে ম্যাচসেরার পুরস্কৃত অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীকে দান করেছেন এনামুল হক বিজয়।


বিপিএলে ফরচুন বরিশালের রান পাহাড় টপকে দারুণ এক জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। দলটির এমন জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক এনামুল হক বিজয়ের।

গত সোমবার (২২ জানুয়ারি) ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় বিজয় তার পুরুস্কৃত অর্থ দানের কথা বলেন।

এনামুল হক বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথন হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিটালে আছেন। উনি ক্যানসারের রোগী। তো আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতব এবং তাকে উৎসর্গ করব। আমাদের টিম থেকে কেউ ম্যাচসেরা হলে, সেটা আমরা স্যারকে দেবো।’


বিজয়ের ৪৪ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। এমন ম্যাচ জেতানো ইনিংসের পর ম্যাচসেরাও হন ডানহাতি এই ব্যাটার। সেই পুরস্কারের অর্থ ক্যানসার আক্রান্ত কোচ জাফরুল এহসানকে দিয়েছেন বিজয়।

তিনি বলেন, ‘টুর্নামেন্টে কিন্তু এত রান এখনও হয়নি। এমন ম্যাচে জয় বা হার, ফল যা-ই হোক না কেন, এটা কিন্তু টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করে। আমি মনে করি, আজকের ম্যাচটা পুরো টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করবে। আমি আশা করি, এমন একটা ম্যাচ হচ্ছে, সবাই দেখতে আসবে। ভালো ফিল করবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708