স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে ৬টি গুড় কারখানার মালিককে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাঘা থানার উত্তর পাচপাড়া ও চাইদিয়াড়পাড়া নামক এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে র্যাব-৫।
এসময় অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে লালন গুড় কারখানার মালিক লালন আলীকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও উত্তর পাচপাড়া চকসিংড়া এলাকার কারখানার মালিক জয়নাল গুড় কারখানার মালিক জয়নাল আবেদীনবে ১ লাখ টাকা। পলাশ গুড় কারখানার মালিক মোঃ পলাশকে ২০ হাজার টাকা। মিনা রাণী গুড় কারখানার মালিক শ্রী মিনা রাণী মন্ডলকে ৪৫ হাজার টাকা। সবুজ গুড় কারখানার মালিক মোঃ সবুজ আলীকে ২০ হাজার টাকা এবং রকি গুড় কারখানার মালিক মোঃ রকি আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে পঁচা লালি গুড়- ১৬ হাজার ১১০ কেজি, পাটালি গুড়-৫ হাজার ৪৮০ কেজি, লালিগুড় ২ হাজার ১০০ কেজি, হাইড্রোজ ২৯ কেজি, চুন-২৮ কেজি, ফিটকিরি ২৮ কেজি, চিনি ১২০০ কেজি, ডালডা-২০ কেজি, ভেজাল রং ৯ কেজি উদ্ধার করে। অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের আলামত মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর হওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়।