চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
গত রোববার দুপুরে অসুস্থ হয়ে পড়েন খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।
মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন শুভ।