স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে নিখোঁজের পরদিন ফসলি মাঠ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার তানোর পৌর এলাকার মাসিন্দা কালিগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুন মাসিন্দা কালিগঞ্জ গ্রামের বসুদেবের ছেলে সুদেব (২৬)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে স্থানীয় মোড়ের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। সারারাত খোঁজার পরে সকালে এলাকার ফসলি মাঠের পুকুর সংলগ্ন জমিতে এলাকাবাসী সুদেবের মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।