নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮০০তম পর্বে একজন জানতে চেয়েছেন, স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কী?
অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্বামীকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করুন এবং চেষ্টা অব্যাহত রাখুন। আসলে তিনি নামাজ পড়েন, আবার পড়েন না মানে, নামাজ এখনো তাঁর অন্তরে যায়নি । তিনি গাফেল রয়েছেন কিন্তু অস্বীকার করেননি। সেক্ষেত্রে তাকে নিয়মিত করতে চেষ্টা করুন এবং নিয়মিত নামাজ পড়তে স্মরণ করিয়ে দিবেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতালার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন এ লোকটাকে হেদায়েত দান করেন যেন নিয়মিত সালাত আদায় করতে পারেন এবং নিয়মিত নামাজে অভ্যস্ত হতে পারেন। আপনি চাইলে একজন যোগ্য আলেমের সাহায্য নিতে পারেন। আলেমের সাহায্য নেওয়া একটি উত্তম কাজ।
কেননা আপনি বোঝাতে চাইলে তিনি ভাববেন আপনি তাঁর চাইতে বেশি জ্ঞানী, অথবা মনে করতে পারেন-আমার স্ত্রী আমাকে কী বুঝাবে? আবার অনেকের মধ্যে দাম্ভিক মনোভাবও থাকে। তাই আলেমের সাহায্য নিতে পারেন।