নিজস্ব প্রতিবেদক: চাপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)বেলা ১১ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থ বছরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় ৩০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন বলেন বর্তমান সরকার নারীবান্ধব সরকার, নাীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য (সদর) আব্দুল জলিল, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।