নাটোর সিংড়া: নাটোর সিংড়ার চলনবিল এলাকা থেকে তিন ফুট উচ্চতার একটি বিরল ও বিপন্ন প্রজাতির মদনটাক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার একদিলতোলা গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, চলনবিলের দুর্গম এলাকা একদিলতোলা গ্রামে ধানক্ষেতে মদনটাক এসে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কৃষক শান্তি ইসলাম পাখিটিকে তার নিজ বাড়িতে নিয়ে যায়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা পাখিটিকে উদ্ধার করে। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয় পরিবেশকর্মীরা। বিপন্ন প্রজাতির পাখিটাকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।