আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ১১:১৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ১১:৩৩:২৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহায় আসছে রাজ- তিশা জুটির নতুন সিনেমা ‘রক্তজবা’


​​​​
 প ​​​বিত্র ঈদুল আযহায় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে রাজ- তিশা জুটির নতুন সিনেমা ‘রক্তজবা’। নির্মাতা নিয়ামুল মুক্তার সিনেমার কাহিনি এগোবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে। যে চিঠি হাতে পেয়ে শিক্ষক ফিরে যাবেন ১২ বছর আগের অতীতে। আর তখনই নানা রহস্যের মধ্যে দিয়ে কাহিনি আরও জটিল হয়ে উঠবে।

সাম্প্রতিক সময়ে নিজের ব্যক্তিজীবন নিয়েই মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে নয়, ক্যারিয়ার দিয়েই আলোচনায় থাকতে চান জনপ্রিয় এ অভিনেতা। তাই তিনি হাজির হচ্ছেন অভিনেত্রী তিশার সঙ্গে জুটি বেঁধে।

মুহাম্মদ তাসনীমুল হাসানের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমায় রাজ, তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। ঈদের দিন মাত্র ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে মোবাইল বা যেকোনো ডিভাইসে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাটি দেখার সুযোগ পাবে দর্শক
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708