আপলোড সময় : ১৪-০২-২০২৪ ০৭:৫৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৪ ০৭:৫৫:২১ অপরাহ্ন

আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩- এ রাজশাহীর পুলিশ সুপারের চ্যাম্পিয়নট্রফি হস্তান্তর



আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩- এ রাজশাহীর পুলিশ সুপারের চ্যাম্পিয়নট্রফি হস্তান্তর করা হয়েছে।

আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকাল ০৩:০০ টায় রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুর রহমান, পিপিএম পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ উপলক্ষ্যে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল জেলা পুলিশ রাজশাহীর দলনেতার হাতে চ্যাম্পিয়নট্রফি তুলে দেন।

উল্লেখ্য, আরআরএফ, রাজশাহী কাবাডি দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এইচ এম এরশাদ, সহকারী পুলিশ সুপার, চারঘাট সার্কেল, প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার(এসএএফ) আ.ন.ম নিয়ামত উল্লাহ-সহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708