খেলাধুলা: ভারতের ঘরোয়া আসর এইজিস টুর্নামেন্টে ঘটেছে অকালমৃত্যুর এক ঘটনা। ৩৪ বছর বয়সী কর্ণাটকের ক্রিকেটার ওয়াইসি হোইসালা ম্যাচ শেষে সতীর্থদের সাথে প্যাভিলিয়নে ফেরার সময় মাঠের মাঝখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বেঙ্গালুরুর আরএসআই গ্রাউন্ডে অনুষ্ঠিত এইজিস সাউথ জোন টুর্নামেন্টে কর্ণাটক আর তামিলনাড়ুর ম্যাচ চলছিল। খেলা শেষে দু’দলের ক্রিকেটাররা ফিরছিলেন ড্রেসিংরুমে। ঠিক তখনই হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হোইসালা। দ্রুত তাকে নেয়া হয় নিকটবর্তী একটি হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার।
খেলার মাঠে অসুস্থ হয়ে পড়া কিংবা মারা যাওয়ার ঘটনা রয়েছে অনেক। এমনও হয়েছে শরীরে বল লেগে মারাত্মকভাবে আহত ক্রিকেটার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেছেন।