আপলোড সময় : ২৬-০২-২০২৪ ০৮:৩৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৪ ০৮:৩৭:৪২ অপরাহ্ন

বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত



পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী মিনহাজ মণ্ডল (৬০) নিহত হয়েছে। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পুঠিয়ার কৃষ্ণপুরে কলেজের সামনে সাইকেল আরোহী মিনহাজ মণ্ডলকে নাটোর থেকে রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনা স্থলে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক জানান, দুপুর একটার দিকে তারাপুরের দিক থেকে সাইকেল যোগে পুঠিয়ার দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে সেখানে মিনহাজ মণ্ডলের মৃত হয়।

পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। পলাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708