স্টাফ রিপোর্টারঃ ভারতে ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। শুক্রবার (৮ মার্চ) দর্শনা সীমান্ত হয়ে তিনি দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমানকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত রোববার (৩ মার্চ) ট্রেনযোগে বাংলাদেশের বেনাপোল সীমান্ত হয়ে ভারতের কলকাতা যান সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। তবে চিকিৎসার জন্য দীর্ঘদিনের ভারত যাত্রায় প্রথমবারের মতো ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ভারতের স্টেশনে নামার পর হরিদাশপুরে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। ওই সময় কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাটি শোনার পর দেশ-বিদেশের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা তার সার্বক্ষণিক খোঁজখবর নেন।
সর্বশেষ সোমবার (৪ মার্চ) কলকাতায় কিডনি রোগ বিশেষজ্ঞ মিস্টার অভিজিত তরফদারের কাছে ফলোআপ পরামর্শ নেন ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান। এরপর বৃহস্পতিবার (৭ মার্চ) শঙ্কর নেত্রালয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. সুচেতনা মুখার্জির কাছে চোখের চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে কলকাতার একটি হোটেলে বিশ্রামে রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান।
তবে সার্বক্ষণিক খোঁজখবর রাখায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ছিনতাইয়ের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের আহবানও জানিয়েছেন তিনি। এদিকে দেশের রোগীদের অভিযোগ, ভারতে চিকিৎসা নিতে গিয়ে নানারকম বিড়ম্বনায় পড়তে হয় তাদের। সম্প্রতি নিরাপত্তা ঝুঁকি দুশ্চিন্তা বাড়িয়েছে। দেশের চিকিৎসকরা সেবার মনোভাব নিয়ে সেবা প্রদান করলে বিদেশে গিয়ে তাদের চিকিৎসা করাতে হত না। সেজন্য দেশের চিকিৎসকদের রোগীবান্ধব হওয়ার অনুরোধও জানিয়েছেন তারা।