নিজস্ব প্রতিবেদক: নদী হইতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহী।
অদ্য ০৯/০৩/২০২৪ ইং তারিখে পুলিশ সুপার, নৌ পুলিশ, রাজশাহী অঞ্চল, জনাব মো: রুহুল কবির খানের নির্দেশক্রমে, গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহীর ইনচার্জ এস আই (নি:) অন্তর চক্রবর্তী এর নেতৃত্বে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, আরএমপি নৌ পুলিশ ফাঁড়ি, এবং নৌ পুলিশ, অঞ্চল অফিস, রাজশাহীর সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি যৌথ অভিযান টিম
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪ নং সুন্দরপুর বাগচর গ্রামের সোনারপাড়া ঘাট সংলগ্ন মো: শাহজাহান এর বসতবাড়ির উত্তর পাশে পাগলা নদীর তীরবর্তী চরে অভিযান পরিচালনা করিয়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ০১জন আসামীকে বালুভর্তি ০১ (এক) টি ট্রাক্টর সহ আটক করে জব্দ করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ধৃত আসামী এবং পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিয়মিত অভিযান অব্যাহত আছে।