আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ০৪:৩০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ০৪:৩০:২৫ অপরাহ্ন

এক টনের কালা পাহাড়ের দাম ১৮ লাখ টাকা


আব্দুল কাদের নাহিদঃ নাটোরে মনিরুল ইসলাম ২ বছর আগে রাজশাহীর সিটির হাট থেকে অস্ট্রোলিয়ান ক্রস জাতের একটি  গরু কিনেছিলেন খুব শখ করে। কুরবানির ঈদ উপলক্ষে দুই বছর ধরে পরিবারের সবাই মিলে গরুটিকে যত্ন সহকারে লালন-পালন করছেন। নাম দিয়েছেন কালা পাহাড়। কালা পাহারের ওজন ধরনা করা হচ্ছে ১১ শ থেকে ১২ শ কেজি।

লালপুর উপজেলাল দুড়ুদুড়িয়া গ্রামে নিজ বাড়িতেই মনিরুল গরুটি বড় করেছেন। খাওয়া হিসেব দিতেন গমের ছাল খড় ও সবুজ খাস। এবারের ঈদের গরুটি বিক্রি করে পরিবারে অন‍্যান্য খরচ মেটাতে চান তিনি। ঈদ বাজার উপলক্ষে গরুটির দাম ধরেছেন ১৮ লক্ষ টাকা। স্থানীয় কবির সরকার বলেন, এতো বড় গরু আমাদের এলাকাতে এর আগে কখনও দেখিনি।

কবির সরকারের মত অন্য এলাকা থেকেও মনিরুলের বাড়িতে ভীড় করছেন কালা পাহাড় কে এক নজর দেখার জন্য। মনিরুল ইসলাম জানান, গরুটি খুবই শান্ত প্রকৃতির আমার স্ত্রী, দুই মেয়ে গরুর যত্ন নেয় কখনও কাউকে বিরক্ত করেনি কালা পাহাড় । বিক্রি করে দিলে একটু তো খারাপ লাগবে দুই বছর ধরে পালছি ছোট মেয়েরা গরুর গায়ে উঠে খেলা করে ওরাও কষ্ট পাবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708