আপলোড সময় : ১৫-০৩-২০২৪ ০৫:৪১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৪ ০৫:৪১:৫৬ অপরাহ্ন

বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নিখোঁজ 


পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বাজার থেকে আলহাজ্ব মাজেদুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। সে ঝলমলিয়া এলাকার মৃত আজিজুল হক গেদার ছেলে। এব্যাপারে তার ভাই মুরাদ হোসেন পুঠিয়া থানায় একটি জিডি করেছে। 
 
শুক্রবার (১৫ মার্চ) সকাল পাঁচটার দিকে ঝলমলিয়া বাজার মসজিদের কাছে থেকে মাজেদুল ইসলাম নিখোঁজ হয়। শারিরীক ও মানসিকভাবে সে সম্পূর্ণ সুস্থ বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। 
 
নিখোঁজ ব্যক্তির ভাই মুরাদ হোসেন জানান, সকাল পাঁচটার দিকে বাড়ির পাশে ঝলমলিয়া বাজার মসজিদে নামাজ পড়তে যায় তার ভাই। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরে আত্মীয় স্বজনরা অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছি। তার মোবাইলও বন্ধ রয়েছে। 
 
থানার ডিউটি অফিসার মিতা বালা জানান, সকাল দশটার দিকে এব্যাপারে পুঠিয়া থানায় একটি জিডি করা হয়েছে। 
 
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 
 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708