আপলোড সময় : ২০-০৩-২০২৪ ০২:৩৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৪ ০২:৫৮:০৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে হিরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ




নিজস্ব প্রতিবেদক রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হিরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটের সময় গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর উপজেলা পশু হাসপাতাল হইতে ডাইংপাড়া গামী পাকা রাস্তার উত্তর পার্শে গোদাগাড়ী পৌর মার্কেট (আলম সুপার মার্কেট) এর সামনে কাচা রাস্তার উপর হইতে (১) মোঃ আরিয়ান (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, (২) মোঃ মিজানুর রহমান মোমিন (১৯) পিতাঃ মোঃ আব্দুল পাভেল উভয় সাং-শ্রীমন্তপুর(বুজরুকপাড়া) (৩) মোঃ ওসমান গনি (২২) পিতাঃ মোঃ শহিদুল সাং-শ্রীমন্তপুর, সর্ব থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীদেরকে ১০০ (একশত) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন ডিবি পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার জনাব সাইফুর রহমানের দিকনির্দেশনায়  ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ ইনামুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোদাগাড়ী থানাধীন পশু হাসপাতাল ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হিরোইন সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৪৪ তারিখ-২০/০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(গ)/৪১ রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708