নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হিরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৭ মার্চ ১:৩০ ঘটিকার সময় গোদাগাড়ী মডেল থানাধীন গাংগোবাড়ি (সুলতানগঞ্জ) গ্রামস্থ জনৈক মোঃ ইব্রাহিম পিতা-মোঃ সাইফ উদ্দিন এর বসত বাড়ির উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ এনামুল হক (৪৭), পিতা-মৃত আঃ সালাম, সাং-নামহরমা, অনুপনগর, থানা+জেলা-চাঁপাইনবাবগঞ্জ (বর্তমান ঠিকানাঃ সাং-গাঙ্গবাড়ি, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৬০ তারিখ-২৭/০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(গ) রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।