নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৭ মার্চ বুধবার রাত ৪.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক পশ্চিমপাড়া (২নং ওয়ার্ড) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-১১০ গ্রাম, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি নগদ=৩০,০০০/-টাকা উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা-মোঃ মোফাজুল, সাং-দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।
র্যাব ৫ সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা-মোঃ মোফাজুল এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
বিষয়টি জানা মাত্রই উল্লিখিত স্থানে অবস্থিত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪২) এর বসত বাড়িতে নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে ও নিঃশব্দে পায়ে হেঁটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ১ জন ব্যক্তিকে হাতে নাতে তার বসতবাড়ীর পাশে থাকা বাঁশঝাড়ের ভিতর আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরবর্তীতে উক্ত আসামীর টিনসেড বসতবাড়ীতে উত্তর দূয়ারী টিনসেড বসতঘরের পূর্ব পার্শ্ব মাটির পিরার ভিতরে মাটির আনুমানিক ২ ফিট গভীরে পোতানো অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।