নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে মোহনপুর উপজেলা থেকে হিরোইন সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায়
৩০ মার্চ ১৭.৪৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামস্থ ধৃত আসামী মোঃ নাজমুল দেওয়ান (৪১), পিতা-মৃত আঃ খালেক এর বসতবাড়ীর মেইন গেটের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল দেওয়ান (৪১), পিতা-মৃত আঃ খালেক, সাং-মহিষকুন্ডি (ফকিরপাড়া), থানা- মোহনপুর, রাজশাহীকে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ ।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানার মামলা নং-২৫ তারিখ-৩০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(গ)/৪১) রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।