রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রন্জু।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় পাকা সড়কের সাথেই আলিফ ট্রেডার্স প্লাস্টিকের গোডাউনে এ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায় মোঃ, এই আলিফ ট্রেডার্স প্রোপাইটার ইনছার পুরাতন নষ্ট ভাঙ্গা ক্যারেটসহ অনেক প্লাস্টিক গুড়া ও ছোট ছোট করে কেটে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন প্রতিনিয়ত। তার প্রতিষ্ঠানে নিয়মিত ৫/৭ জন কর্মচারী রয়েছে। ধারণা করা হচ্চে প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো.ওহিদুল ইসলাম বলেন, প্লাস্টিকের ক্যারেট কারখানায় আগুন ধরেছে। কিভাবে এর সূত্রপাত হয়েছে সেটি বলা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।