আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৩:১৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৩:১৫:৩০ অপরাহ্ন

বিকালে মহান জাতীয় সংসদে ভাষন দিবেন এমপি বাদশা


সোনালী রাজশাহী : আজ মহান জাতীয় সংসদে বিকাল ৫টার পরে সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

২২জুন বৃহস্পতিবার সকালে এমপি বাদশার ব্যক্তিগত সহকারি কামরুল হাসান সুমন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ বিকাল পাঁচটার পরে যেকোন সময় সংসদে বক্তব্য রাখতে পারেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তার বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ সংসদের ব্যক্তিগত টিভি চ্যানেল থেকে। একইসঙ্গে ফজলে হোসেন বাদশার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব, ও দৈনিক সোনালী সংবাদের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখা যাবে ফজলে হোসেন বাদশার বক্তব্য !
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708