আপলোড সময় : ১১-০৪-২০২৪ ০২:১৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৪ ০২:১৫:২৫ অপরাহ্ন

পাবনায় ঈদের দিনে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যাপাবনায় ঈদের দিনে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা


পরকীয়া প্রেমের জেরে পাবনার আতাইকুলা থানার জোয়ারদহ গ্রামে আব্দুর রউফ (৫০) নামের ট্রাক ড্রাইভারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ১১ এপ্রিল, বৃহস্পতিবার ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে। নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, বুধবার সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ পড়ে আছে। তবে স্থানীয়রা জানান, অন্যের স্ত্রীর সঙ্গে প্রেমের জেরে রউফকে হত্যা করা হতে পারে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708