নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে শহরের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। তন্ময় বড়ুয়া শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, শুক্রবার বিকেলে তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়। বিকেলে তারা বালুরচর দ্বীপে বোট ভিড়িয়ে হ্রদের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তন্ময় হ্রদের পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার গিয়াস উদ্দিন জানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে প্রায় ১ ঘণ্টা তল্লাশি চালিয়ে হ্রদের ৫০ ফুট গভীর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, শুক্রবার বিকেলে তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়। বিকেলে তারা বালুরচর দ্বীপে বোট ভিড়িয়ে হ্রদের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তন্ময় হ্রদের পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার গিয়াস উদ্দিন জানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে প্রায় ১ ঘণ্টা তল্লাশি চালিয়ে হ্রদের ৫০ ফুট গভীর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।