আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ১২:১৫:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ১২:১৫:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাগমারায় প্রচন্ড গরমে ভুট্টাখেতে এক কৃষকের মৃত্যু



নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় প্রখর রোদ ও গরমে ভুট্টাখেতে কাজ করার সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বজনদের ধারণা, হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে। মন্টুর স্ত্রী সাজেদা বেগম বলেন, প্রচণ্ড গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। আগে থেকে তাঁর কোনো রোগ ছিল না।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু হোসেন সোমবার সকালে বাড়ির পাশে ভুট্টাখেতে কাজ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর জন্য জগভর্তি পানি নিয়ে যান স্ত্রী। এ সময় তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মন্টুকে উদ্ধার করে অটোভ্যানে করে ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708