সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
বৃষ্টি কামনায় নওগাঁর সাপাহারে (বিশেষ নামাজ) সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।
বৃষ্টি কামনায় নওগাঁর সাপাহারে (বিশেষ নামাজ) সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জামাতে ইমামতি করেছেন ওই মাদ্রাসার হিফযু বিভাগের পরিচালক ও উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ওমর ফারুক। নামাজ শেষে খুৎবা পাঠ করেন তিনি।
খুৎবা শেষে অনাবৃষ্টি এবং তীব্র তাবপ্রবাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, দীর্ষ দিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ খুব কষ্টে আছে। সেজন্য আল্লাহ্'র রহমতের বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা আদায় শেষে মোনাজাতে দোয়া করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছি।