নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায় পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ দাউদ উজ জামান এর নেতত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার ১৪ মে ২৩.৫০ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামস্থ গাজীর সাঁকোর উপর হইতে ২০ গ্রাম হিরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন (১) মোঃ আলম (৪৬), পিতা-মোঃ আলাউদ্দিন সরদার, (২) মোঃ দেলোয়ার হোসেন (৫২), পিতা-মৃত রহিম উদ্দিন, উভয় সাং-নয়াপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-১২, তাং-১৫/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(খ)/৪১ রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।