নিউজ ডেস্ক: নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন: একজন টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন, ধার করে কোরবানি দেওয়া কি জায়েজ? কোনো মানুষের কাছে কোরবানি করার জন্য যদি হালাল অর্থ না থাকে তাহলে তিনি কি ধার করে দিতে পারবেন? এক আলেম বলেছেন, সেক্ষেত্রে ধার করে কোরবানি করা যাবে, পরে সেটা তিনি তার টাকা থেকে পরিশোধ করে দিতে পারবেন।
উত্তর: না এই আলেম সাহেবের এই কথা সঠিক নয়। যদি তার কাছে টাকা থাকে তাহলে তিনি কোরবানি দিবেন। কোরবানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ধার করে এভাবে দেওয়ার দরকার নেই। কোনো ব্যক্তির যদি ধরেন, ওই মুহূর্তে টাকা নেই যেমন বা ওই মাসে বেতন পাননি তখন তিনি ধার করতে পারেন। এরপর বেতন পেলে পরিশোধ করতে পারেন। এখানে দুটি কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। আপনি যেটা বলেছেন, সেভাবে আপনি নিজেই কোরবানি দিতে পারবেন। টাকা থাকলে নিজেই কোরবানি দিবেন ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ।
প্রশ্ন: একজন টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন, ধার করে কোরবানি দেওয়া কি জায়েজ? কোনো মানুষের কাছে কোরবানি করার জন্য যদি হালাল অর্থ না থাকে তাহলে তিনি কি ধার করে দিতে পারবেন? এক আলেম বলেছেন, সেক্ষেত্রে ধার করে কোরবানি করা যাবে, পরে সেটা তিনি তার টাকা থেকে পরিশোধ করে দিতে পারবেন।
উত্তর: না এই আলেম সাহেবের এই কথা সঠিক নয়। যদি তার কাছে টাকা থাকে তাহলে তিনি কোরবানি দিবেন। কোরবানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ধার করে এভাবে দেওয়ার দরকার নেই। কোনো ব্যক্তির যদি ধরেন, ওই মুহূর্তে টাকা নেই যেমন বা ওই মাসে বেতন পাননি তখন তিনি ধার করতে পারেন। এরপর বেতন পেলে পরিশোধ করতে পারেন। এখানে দুটি কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। আপনি যেটা বলেছেন, সেভাবে আপনি নিজেই কোরবানি দিতে পারবেন। টাকা থাকলে নিজেই কোরবানি দিবেন ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ।