আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০৯:৫৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০৯:৫৩:২৫ অপরাহ্ন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা আগামীকাল (১৯ মে) রবিবার থেকে শুরু হবে। পরিবর্তিত সময়সূচি ও তারিখ অনুযায়ী দুপুর ১টায় শুরু হবে এ পরীক্ষা।
 
পরীক্ষায় সারাদেশে অনার্স অধিভুক্ত ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৭৮ (দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত আটাত্তর) জন পরীক্ষার্থী ৩৩৯ (তিনশত উনচল্লিশ) টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। Examination Management System (EMS) Software-এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708