রাজশাহী রেঞ্জের আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতি মাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়।
এসময় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান উপস্থিত ছিলেন।
এপ্রিল মাসের কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শিবগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।