আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৭:৫৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে পানিতে ডুবে ২ ভাই বোন এর মৃত্যু


গোদাগাড়ী রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে খেলতে গিয়ে পানিতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।

ঘটনাটি ঘটেছে গোদাগাড়ী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সরমংলা য় ইকোপার্ক এর শাকুতে। মৃত দুই শিশু ঐ গ্রামের ইসরাফিল হোসেন বিপলব এর ছেলে আসলাম ( ৮)ও আবু বক্কর সিদ্দিক এর মেয়ে মিম (১০) ।


স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ২৫ মে আনুমানিক দুপুর পৌনে বারোটার সময় সরমংলা শাকুতে গোসল ও মাছ মারার উদ্দেশ্যে যায়। বাসায় অনেকক্ষণ না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে, এ সময় সড়মঙ্গলা শাকুতে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে লাশ ভেসে ওঠে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708