আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০২:৩২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০২:৪১:২৫ অপরাহ্ন

যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত



নিউজ ডেস্ক: যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

২৭ মে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত একজন হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃত আসান আলী মন্ডলের ছেলে হাসেম আলী (৪০)। অপরজন পরিবহনের সুপারভাইজার বলে ধারণা করছে পুলিশ। বাস উল্টে প্রায় ১০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়। তারা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঔবিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের । পুলিশ সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে রাঙামাটি হতে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনে একটি ইটভাটার ২০/২৫ জন শ্রমিক ওই পরিবহনটি ভাড়া করে। রাঙামাটি হতে সাতক্ষীরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708