আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০২:৪৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০২:৪৩:৪৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু


গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুশানড্যাং, বোগদামারী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ৩১ মে সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের সময় গৃহবধু মাঠে গরু নিতে যাওয়ার সময় প্রচন্ড শব্দ করে বিদ্যুৎ চমকে বজ্রপাতে ঘটনা স্থলে সুন্দরী বেগম (৩৫) নামে ঐ গৃহবধু মারা যায়। তার স্বামীর নাম রেজাউল করিম।

গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জানান, বৃষ্টির সময় গরু আন্তে মাঠে যাওয়ার সময় বাজপড়ে তিনি মারা যান।

এ ব্যাপরে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মাত্র আমি শুনলাম, ঘটনা স্থলে পুলিশ পঠানো হচ্ছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708