নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ জুন জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায় আয়োজিত হয় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জনাব মো: মাহবুবউল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৪ জনাব আবদুর রউফ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-২ জনাব মো: কামারুল আরেফিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-১ জনাব মো: রেজাউল হক চৌধুরি এবং জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মো: এহেতেশাম রেজা। পুলিশ সুপার কুষ্টিয়া এএইচএম আবদুর রকিব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনাব জাকারিয়া।