আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ১২:০৫:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ১২:০৯:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীর পবায় ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম (৩৩) রাজশাহী মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার মো: আব্দুল গাফফারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১ জুন রাতে আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ফ্রুট সিরাপ বাজারজাত করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: শাহ আলম সোহাগ ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯ টায় পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ বিক্রি করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708