আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন

ছোট পর্দায় আসছে এবার দুই বাংলার গল্প



বিনোদন ডেস্ক: বাংলাদেশ আর ভারতের বিনোদন জগত যেন মিলেমিশে একাকার। কলকাতা বাংলাদেশের তারকারা দুই বাংলাতে এপিঠ ওপিঠ করে কাজ করে যাচ্ছে সমান তালে।

দর্শক ভক্তরা দারুণভাবে উপভোগ করছেন তাদের এই মেলবন্ধন। থেমে নেই বড় পর্দা থেকে ছোট পর্দার গল্প। ভারতের ছোট পর্দায় এবার দুই বাংলার গল্প আসতে চলেছে। নতুন ধারাবাহিকটির নাম 'পূবের ময়না'।

ভারতের ছোট পর্দায় এবার দুই বাংলার গল্প আসতে চলেছে। নতুন ধারাবাহিকটির নাম 'পূবের ময়না'। ছোট্ট বিরতির পর এই ধারাবাহিকের হাত ধরেই ফের পর্দায় আসছেন গৌরব রায় চৌধুরী। গল্পে গৌরবের বিপরীতে থাকছেন ঐশানি দে।

বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসা একটি মেয়ের গল্প বলবে 'পূবের ময়না'। মেয়েটি কলকাতায় চলে এসে আশ্রয় নেয় গৌরবের বাড়িতে। কী কারণে বাংলাদেশ থেকে চলে আসে মেয়েটি? কলকাতায় এসেই বা গৌরবের বাড়িতে আশ্রয় নেয় কেন?

কোন দিকে মোড় নেয় মেয়েটির জীবন? মোটামুটি এই ট্র্যাকেই এগোবে ধারাবাহিকের গল্প
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708