নিউজ ডেস্ক: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার দেবরাজ প্যাটেল। সোমবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুরের লাভানডিহ’র কাছে ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৬ জুন) রায়পুরে একটি ভিডিওর শুটিংয়ের জন্য যাচ্ছিলেন দেবরাজ। রায়পুরের লাভানডিহ’র কাছে একটি ট্রাক ধাক্কা মারে তার মোটরসাইকেলকে। এতে মাথাসহ শরীরের একাধিক অংশে আঘাত পান তিনি। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
২১বছর বয়সি এই তরুণ ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ এই সংলাপের জন্য ব্যাপক ভাইরাল হয়েছিলেন। তিনি মহাসমুন্দ জেলার বাসিন্দা ছিলেন। রায়পুরে বিবিএ নিয়ে পড়ালেখা করছিলেন তিনি। দেবরাজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেষ সিং বাঘেল। তিনি দেবরাজের একটি পুরনো ভিডিও পোস্ট করে টুইট বার্তায় লেখেন, দেবরাজ, কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ ভিডিওর মাধ্যমে। সে আমাদের সবার মুখে হাসি ফুটিয়েছিল। আজ সেই দেবরাজ আমাদের ছেড়ে চলে গেল। এত অল্প বয়সে তার মৃত্যু সত্যি দুর্ভাগ্যের। ঈশ্বর তার পরিবারকে এই কঠিন সময়ের সঙ্গে লড়াইয়ের শক্তি দিক। তার মৃত্যুর খবরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করেছেন।
২১বছর বয়সি এই তরুণ ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ এই সংলাপের জন্য ব্যাপক ভাইরাল হয়েছিলেন। তিনি মহাসমুন্দ জেলার বাসিন্দা ছিলেন। রায়পুরে বিবিএ নিয়ে পড়ালেখা করছিলেন তিনি। দেবরাজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেষ সিং বাঘেল। তিনি দেবরাজের একটি পুরনো ভিডিও পোস্ট করে টুইট বার্তায় লেখেন, দেবরাজ, কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ ভিডিওর মাধ্যমে। সে আমাদের সবার মুখে হাসি ফুটিয়েছিল। আজ সেই দেবরাজ আমাদের ছেড়ে চলে গেল। এত অল্প বয়সে তার মৃত্যু সত্যি দুর্ভাগ্যের। ঈশ্বর তার পরিবারকে এই কঠিন সময়ের সঙ্গে লড়াইয়ের শক্তি দিক। তার মৃত্যুর খবরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করেছেন।