আপলোড সময় : ১৬-০৬-২০২৪ ১০:৩৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৪ ১০:৩৫:২৮ অপরাহ্ন

রাজশাহীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. শাহ আলম (২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে। জানা গেছে, আসামি শাহ আলমের বিরুদ্ধে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র মতিহার থানায় মুলতবি ছিল। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। শনিবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো. মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তার টিম গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708