বিনোদন ডেস্ক: দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। ঈদে দেশের তিনভাগের দুই ভাগ অর্থাৎ ১২৮টি সিনেমা হলে চলছে এ ছবিটি।
ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকার রয়েছে এটি। শুরু থেকেই নানা কায়দায় তুফানকে আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে।
রায়হান রাফী পরিচালিত আনকাট সেন্সর পাওয়া এ সিনেমা আলোচনায় ছিল শাকিব খানের বিশেষ লুকের কারণেও। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।
আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।
এ সিনেমার বিস্ময়কর তথ্য হচ্ছে, অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। ঈদে সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশে যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে ‘তুফান’।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। তাদের দেয়া তথ্য অনুযায়ী, এবারের ঈদে সর্বাধিক সিনেমা হলে চলছে ‘তুফান’।