রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন সাবেক কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামাণিক ও কামারগাঁ ইউপি আ"লীগের সাবেক সম্পাদক সুফি কামাল মিন্টু এবং মাসুদ করিম।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট তারা ফরম জমা দেন। তফসিল অনুযায়ী, ৪ জুলাই বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন, ৫ জুলাই শুক্রবার যাচাই বাছাই, ১০ জুলাই প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান।