নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা (ডিএনসি) দল নাটোর জেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি পাবনা জেলার আমিনপুর থানাধীন বসন্তপুর এলাকার নাসির আলীর ছেলে শিমুল খাঁ (৩০)।
বুধবার (১০ জুলাই )দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে নাটোর জেলার সিংড়া থানাধীন দক্ষিণ দমদমা জোলারবাতা বগুড়া হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে ধান ভর্তি একটি টাটা কার্গো ট্রাককে তল্লাশী করলে ধানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন দক্ষিণ দমদমা জোলারবাতা বগুড়া হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে ধান ভর্তি একটি টাটা কার্গো ট্রাককে তল্লাশী করলে ধানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৮কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে