আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১০:১১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১০:১১:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত



আলতাফ হোসেন: রাজশাহীর মোহনপুর থানার এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মারুফ হোসেন (৪৮)।

নিহত পুলিশ সদস্য মোঃ মারুফ হোসেন জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত্যু আঃ হালিম এর ছেলে। নিহত মারুফ ২০২২ইং সালের ৩১ শে মে মোহনপুর থানায় যোগদান করেন এবং অদ্যাবধি কর্মরত ছিলেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ জনাব হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত মারুফ আজ সকালে কেশর হাট কাঁমারপাড়া এলাকায় দায়িত্ব পালন করা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। অফিসার ইনচার্জ জনাব হরিদাস মন্ডল নিহত মারুফ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708