চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা” মামলার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ১১ জুলাই ২০২৪ তারিখ রাত্রী-২০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন অভয়বাজার কামারপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে “চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা” মামলার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ মুরাদ হোসেন @ ফেলু (৩২), পিতা- মোখলেছুর রহমান, সাং- লালপুর, থানা- তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায় যে, গত ২০/০২/২০২৪ তারিখ রাত-১১:১৫ ঘটিকার সময় ধৃত আসামীসহ অপর আসামীগন তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য একত্রিত হয়। সেখানেই ভিকটিম মোঃ জিয়ারুল ইসলামকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ধৃত আসামীসহ অপর আসামীগন ভিকটিম মোঃ জিয়ারুলকে মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ীর দিকে যেতে দেখতে পেয়ে পিছন থেকে চলন্ত অবস্থায় মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়। তখন অন্যান্য আসামী রড দিয়ে প্রায় ০২-০৩ মিনিট ধরে আঘাত করে। আসামীগন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এবং পুলিশ ঘটনার সহিত জড়িত অপর আসামী মোঃ ফরহাদ হোসেন (৩৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডে ধৃত আসামী মোঃ মুরাদ হোসেন ফেলু (৩২) সহ আরো কয়েকজন আসামীর নাম বেরিয়ে আসে। তখন থেকেই ধৃত আসামী পলাতক ছিল। ৪। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গত ২৭/০৬/২০২৪ তারিখে মোঃ ইকবাল হোসেনকে র্যাব গ্রেফতার করেছিল এবং বাকী অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
অদ্য ১১/০৭/২৪ তারিখ রাত্রী-২০:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন অভয়বাজার কামারপাড়া নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ৫। উক্ত আসামীকে রাজশাহী জেলার তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।