আলতাফ হোসেন বাবু: রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে গোদাগাড়ীর উপজেলার গোলাই গ্রাম থেকে দুই কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাছিম উদ্দিন অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোদাগাড়ী উপজেলার সাত নং দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রাম হতে অবৈধ মাদক দ্রব্য দুই কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান ১৪ জুলাই ১৯.৪০ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়ন গোলাই গ্রামস্থ জনৈক মোঃ মামুন (৩০), পিতা-মোঃ মতিউর রহমান এর বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১. মোঃ লিটন (৪৫), পিতা-মোঃ আশরাফ আলী, সাং-গোলাই উত্তরপাড়া, ২. মোঃ সুমন (২৮), পিতা- আব্দুল মান্নান, সাং-মাংগনপুর, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতর করা হয়।
ওসি ডিবি আরো জানান, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-২৫, তাং-১৫/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯ (ক)/৪১ রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিনকে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এরা পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছে এদের গ্রেফতার করাই জেলা গোয়েন্দা পুলিশকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তিনি।