রাজশাহী সংবাদদাতা:
আওয়ামী লীগ সরকারের পতনে রাজশাহীতে ‘শুকরানা মিছিল’ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় সংগঠন দুটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ মিছিল করা হয়। এতে তৈরি হয় জনস্রোত। জামায়াত-শিবির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার হাজারও মানুষের ঢল নামে মিছিলে।
প্রথমে এদিন বেলা ১১টা থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মোটরসাইকেল নিয়ে তারা কর্মসূচিস্থলে আসেন। শুরু করেন অবস্থান কর্মসূচি। এ সময় তারা জাতীয় পতাকা উড়িয়ে উল্লাস করতে থাকেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে জিরো পয়েন্ট এলাকা। তাদের কর্মসূচিতে যোগ দেন মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ।
এরপর মিছিল বের করা হয়। মিছিলটি মনিচত্বর রাজশাহী কলেজ, সিটি কলেজ, অলোকার মোড়, বাটার মোড় ও রানীবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে আবারও জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে হাজারও মানুষের উপস্থিতিতে সমাবেশ করেন জামায়াত-শিবির নেতারা। এদিন সব মার্কেট ও বিপণী বিতান বন্ধ থাকায় বাজারে কেউ আসেননি। তবে কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
সমাবেশে জামায়াতের রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাতুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেখ হাসিনা সরকারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দেশজুড়ে হত্যার বিচার ও গ্রেফতার বন্দীদের মুক্তি দাবি জানান জামায়াত-শিবিরের নেতারা। এদিকে, শেখ হাসিনার পতনে জেলার বিভিন্ন উপজেলায় মিছিল করেছে জামায়াত-শিবির।
এছাড়া রাজশাহীর বেলপুকুরে মিছিল করে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
এছাড়া রাজশাহীর বেলপুকুরে মিছিল করে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।