সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজশাহীর তাহেরপুরে শহীদ আবু রায়হান (আলী রায়হান) এর স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
রাজশাহীর তাহেরপুরের শহীদ আবু রায়হানের নিজ গ্রামে মঙ্গলপাড়া দিঘীর পাড় জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল করে সংগঠনটির নেতাকর্মী ও সকল শ্রেণীর জনসাধারণ।
আলোচনা করতে গিয়ে নেতৃবৃন্দ বনেন, আবু রায়হান একজন ফুটন্ত গোলাপ৷ আল্লাহ সেই ফুলকেই শহীদ করেন যেই ফুলের সৌরভ ছড়ায়৷ রায়হান দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছেন। তার অসমাপ্ত কাজ গুলো আমাদের করে যেতে হবে৷ আজকে প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আর শহীদদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে৷ শৈরাচাররা যখন মরণ অস্ত্র নিয়ে সামনে এসে হামলা চালিয়েছে তখন আবু সাইদ, আবু রায়হানরা বুকপেতে তাদের প্রতিহত করেছে৷
সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী, রাজশাহী জেলা পূর্বের আমীর রেজাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি সিফাত আলম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, সিদ্দিক আহমেদ ।
আলোচনাসভা ও দোয়া মাহফিলের পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জামায়াতে ইসলামীর পুঠিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মনজুর রহমান।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে ছাত্রশিবির নেতা আলী রায়হান মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অপারেশন করে গুলি বের করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি।
দৈনিক সোনালী রাজশাহী / আব্দুল্লাহ হেল কাফি
দৈনিক সোনালী রাজশাহী / আব্দুল্লাহ হেল কাফি