আরিফ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলার গোদাগাড়ীতে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট বিকাল পাঁচটায় গোদাগাড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর বিএনপির পার্টি অফিসে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিরিয়ার আমিন বিপুল। জেলা দপ্তর সম্পাদক জীবন। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির, যুগ্ম আহ্বায়ক সেলিম,ইব্রাহিম, উপজেলা যুগ্ম আহ্বায়ক নাসির,কালু,সুমন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও কেক কাটা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আনন্দ রা।লী বের করে।