আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০২:৩১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০২:৩১:৪৫ অপরাহ্ন

হাতিরঝিল থেকে ভাসমান নারী সাংবাদিকের লাশ উদ্ধার


রাজধানী হাতিরঝিলের লেক থেকে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাহানুমা জি-টিভির নিজরুম এডিটর বলে পরিচয় পত্রে পাওয়া যায়।
 
২৭ আগস্ট, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অচেতন অবস্থায় পথচারীরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাহানুমাকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর জানান, আমরা রাতে হাতিরঝিল লেকে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
 
পরিচয় পত্র থেকে নাম সংগ্রহ করা হয়েছে, রাহানুমার বাসা কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708