গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাই - রাজশাহী মহাসড়কের গোদাগাড়ী ফায়ার সার্ভিস হলের মোড়ের সামনে এই সড়ক দুর্ঘটনায় ঘটে।
ফায়ার সার্ভিস স্থানীয়রা জানান রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী বাস ও গোদাগাড়ী থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে অটোরিকশার চালক মনিরুল ইসলাম এবং একই এলাকার বাসিন্দা মৃত মান্নানের ছেলে মিলন হোসেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষ হয়।অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাস ও চালক কে আটক করা হয়েছে।