আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন

পুঠিয়ায় আওয়ামীলীগ নেতা কালাম গ্রেফতার



 
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ(৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
 
বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজারে ঘোরাঘুরি করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সৃষ্টি, দোকান ভাঙচুর, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। 
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা এলাকায় ডিশের ব্যবসা করায় তিনি ডিশ কালাম নামে এলাকায় পরিচিত। তার বাড়ি বানেশ্বরের নামাজ গ্রামে। তার হাত দিয়ে বানেশ্বরে মাদকের বিস্তার ঘটে।
 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708